টেকনাফ প্রতিনিধি •
কক্সবাজারের টেকনাফের হৃীলায় অভিযান ১৪ আগস্ট (শনিবার) দুপুর ২ টায় চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকত মাদক কারবারীরা হল-টেকনাফের হৃীলার পূর্ব পানখালীর জাফর আলমের পুত্র মোঃ শফিউল্লাহ কায়সার প্রকাশ গুরা পুতিয়া (২২) এবং একই এলাকার ছৈয়দ আলমের পুত্র মোঃ সাইফুল ইসলাম (২৭)।
আটকের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হৃীলার পশ্চিম সিকদার পাড়ার বিসমিল্লাহ ইজিকল দোকানের সামনে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করলে মাদক কারবারি শফিউল্লাহ ও সাইফুল পালিয়ে যাওয়ার প্রাক্কালে পুলিশ তাদেরকে ধরে ফেলে। পরে তাদের হেফাজতে থাকা ৪ হাজার ইয়াবা জব্ধ করা হয়।
তিনি আরও জানান,ইয়াবা উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-