ক্যান্সারের সাথে লড়াই করে হেরে গেলেন আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানি

এম. এ আজিজ রাসেল •


দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে হেরে গেলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক, দানবীর এবং ক্রীড়ানুরাগী জিয়া গেষ্ট ইনের কর্ণধার আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানি (ইন্না-লিল্লাহি….রাজিউন)।

রবিবার (১৫ আগষ্ট) রাত ১টা ০৫ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি ছিলেন বহু গুণে গুণান্বিত।

আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানী একাধারে ধর্মীয়, রাজনীতি, সামাজিক, ব্যবসায়ী, গণমাধ্যম, সাংস্কৃতিক, ক্রীড়াঙ্গন ও পর্যটন শিল্প বিকাশ এবং উন্নয়নে সব সময় তৎপর ছিলেন। তিনি অনেক ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃত্বে ছিলেন। ওতপ্রোতভাবে জড়িত ছিলেন ক্রীড়াঙ্গনের সাথে।

অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই ছিল আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানির দৈনন্দিন অন্যতম কাজ। পর্যটন নগরীতে তাঁর সরব পদচারণা সবাইকে মাতিয়ে তুলতো। এই উজ্জ্বল নক্ষত্রের চির বিদায়ে পুরো পর্যটন শহর শোকাহত।

কক্সবাজার জার্নাল ডটকম’র শোক

এদিকে, কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক, দানবীর এবং ক্রীড়ানুরাগী জিয়া গেষ্ট ইনের কর্ণধার আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানি এর মৃত্যুতে ‘কক্সবাজার জার্নাল’ পরিবার গভীরভাবে শোকাহত।

এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, কক্সবাজার জার্নাল ডটকম’র উপদেষ্টা সম্পাদক রাসেল চৌধুরী, সম্পাদক ও প্রকাশক আবদুল্লাহ আল আজিজ, নির্বাহী সম্পাদক গিয়াস উদ্দিন ভূলু, মফস্বল সম্পাদক এম.এস রানাসহ পুরো পরিবার।

আরও খবর