টেকনাফে জানাজার নামাজ শেষে ফেরার পথে টমটমের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক •

হ্নীলায় জানাজা পড়ে ফেরার পথে প্রধান সড়কে বেপরোয়া টমটমের ধাক্কায় মোটর সাইকেল আরোহী ১জনের মৃত্যু এবং অপর একজন মুমূর্ষুবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।

জানা যায়,১৪ আগষ্ট রাত পৌনে ৮টারদিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা গোরস্থানে স্থানীয় মৃত হাজী বদিউজ্জামানের পুত্র আবুল হোছন প্রকাশ আবুর দাফন কাজ শেষ করে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে লেদা ব্রীজের দক্ষিণ পাশে পৌঁছলে মরহুম হাজী আবুল কাশেমের পুত্র নুরুল কবির (৩৬) এবং তার গাড়ি চালক রঙ্গিখালী মতু পাড়ার মৃত মোহাম্মদ হোছনের পুত্র আব্বাস উদ্দিন ড্রাইভার (৪২) কে একটি টমটম ধাক্কা দিলে সড়কে পড়ে যায়।

এসময় টমটমের পেছনে থাকা একটি ট্রাক সড়কে পরিত্যক্তদের চাপা দেয়। তখন সড়কের পাশে উপস্থিত লোকজন মোটর আরোহী দুইজনকে দ্রæত উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্বাস উদ্দিনকে চিকিৎসক মৃত ঘোষণা করে। মুমূর্ষ নুরুল কবিরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

হ্নীলা ৮নং ওয়ার্ড ইউপি মেম্বার নুরুল হুদা জানান, আমার চাচার দাফন শেষ করে ফেরার পথে টমটমের ধাক্কা ও ট্রাক চাপায় এই দূঘর্টনা ঘটে।

এতে আমার ভাইয়ের ব্রীকফিল্ডের গাড়ি চালক ৪ সন্তানের জনক আব্বাস উদ্দিন মারা গেছে এবং আমার ভাই নুরুল কবিরকে অজ্ঞান অবস্থায় কক্সবাজার রেফার করা হয়েছে।

আরও খবর