হুমায়ুন কবির জুশান, উখিয়া •
মরহুম আল্লামা ক্বারী কামাল আহমদ ছিলেন উখিয়ার গর্ব। শিক্ষক সমাজ ও আলেমকে মর্যাদার আসনে নিয়ে একটি অবহেলিত উখিয়ার জনপদকে আলোকিত করে দ্বীন ও মানবতার শিক্ষা দিয়েছেন তিনি।
ক্বারী কামাল আহমদ দেশ ও দশের কল্যাণে ছিলেন আত্ননিবেদিত মহৎ প্রাণ। পথভ্রষ্ট মানুষকে সঠিক সত্য ও ন্যায়ের পথে আনতে তিনি ছিলেন ইসলামের আদর্শের মূর্ত প্রতীক। তাঁর অবদান কখনও ভোলার নয়। তিনি মাটির উপর থেকে মাটির নিচে স্থানান্তরিত হয়েছেন।
তিনি উখিয়ার মানুষের হ্নদয় থেকে কখনো হারিয়ে যাবেন না। উখিয়ার মানুষ তাঁকে শ্রদ্ধা চিত্তে আজীবন স্মরণ করবে।
১৪ আগস্ট সকাল ১০ টায় উখিয়া প্রেসক্লাবে মরহুম ক্বারি কামাল আহমদ স্বরণে শোক সভা ও দোয়া মাহফিল উপলক্ষে অনুষ্ঠিত স্বরণ সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেছেন।
উখিয়া কেন্দ্রীয় ফেমাস সংসদের উদ্যোগে কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির জুশানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্বরণ সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় ফেমাস সংসদের উপদেষ্ঠা সভাপতি মহি উদ্দিন চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্ঠা সদস্য ও সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার। স্বরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ফেমাস সংসদের সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলম, ফেমাস সংসদের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল কবির মাহমুদ, ক্বারী কামাল আহমদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মরহুমের ছোট ছেলে হাফেজ আবু নাঈম, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল, ফেমাস সংসদের প্রতিষ্ঠাতা সদস্য রেজাউল করিম, উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসান আলী মরহুমের ছাত্র নুরুল আফসার, মোহাম্মদ ইউনুছ, হাফেজ এমদাদ ও শফি কোম্পানি প্রমুখ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-