টেকনাফ প্রতিনিধি •
টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর বনবিটে ২০ কেজি ওজনের ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) সকাল ১১ টার দিকে টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর বনবিটের কাটাছড়া নামক পাহাড়ের এলাকায় অজগরটি অবমুক্ত করা হয়।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের শামলাপুর বিট কর্মকর্তা কেবিএম ফেরদৌস জানান, শনিবার সকালে কাটাছড়ার লোকালয় এলাকায় লোকজন অজগর সাপটি দেখে খরব দেয়।
খবর পেয়ে বন বিভাগ ও ভিসিএফ ও ভিসিজির সদস্যরা উদ্ধার করে হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তার অনুমতিক্রমে হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর কাটাছড়ার পাহাড়ের বনে সাপটি অবমুক্ত করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-