গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফে দুই সন্তানের জননীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
তথ্য সূত্রে জানা যায়,শনিবার দিবাগত ভোর রাতে এই ঘটনাটি সংঘটিত হয় টেকনাফের হোয়াইক্যং বালুখালী নামক গ্রামে।
নিহত নারী হচ্ছে, হোয়াইক্যং ২নং ওয়ার্ড বালুখালি গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর স্ত্রী মোহসেনা আক্তার(২২)।
স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে আরো জানা যায়,
১৪ আগস্ট (শনিবার) ভোর রাত ৪টার দিকে অস্ত্রধারি এক সন্ত্রাসী মোহাম্মদ আলীর বসতবাড়ীর দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অতর্কিত ভাবে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দু’সন্তানের জননী মোহসেনা আক্তারকে নির্মম ভাবে হত্যা করেছে।
এব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মো.মাহমুদুল হাসান জানান,হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড বালুখালি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মোহসেনা আক্তার (২২)কে রাতের অন্ধকারে সন্ত্রাসীরা হত্যা করেছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।
তিনি আরো জানান,ঘটনাস্থল থেকে নিহত নারীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পাশাপাশি এ হত্যা কান্ডের সাথে যারা জড়িত সঠিক তদন্তের মাধ্যমে বের করার পর সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
এদিকে টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল কি কারনে ঘটনাটি সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখার জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-