কক্সবাজারে করোনায় মৃত্যুর মিছিল বাড়ছেই: আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক •

করোনায় কক্সবাজার জেলায় গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে এ মৃত্যু হলো।

একই সময়ে এখানে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪২ জন। তাদেরকে নিয়ে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ২৭০ জন। আর মৃত্যূবরণ করেছেন ২৩৪ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে শুক্রবার এই তথ্য জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জন অফিস জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জেলা জুড়ে করোনাক্রান্ত ৩ জন মারা গেছেন।

এনিয়ে গত চার দিনে মৃত্যূ হয়েছে ২০ জনের। জেলায় করোনায় মৃতের সংখ্যা এখন ২৩৪ জনে দাঁড়িয়েছে।

এর মধ্যে কক্সবাজার সদর ও পৌরসভার ১০৫ জন। এছাড়া উখিয়ায় ৪৪ জন,চকরিয়ায় ২৫ জন,টেকনাফে ২৩ জন,রামুতে ১৯ জন,পেকুয়ায় ১০ জন,মহেশখালীতে ৫ জন এবং কুতুবদিয়ায় ৩ জন।

এদিকে সর্বশেষ চব্বিশ ঘন্টায় জেলায় ১৪২ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। ৭৫০ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ২০.০৭ ভাগ।

শনাক্তদের মধ্যে কক্সবাজার সদর ও পৌরসভার ৪১ জন,উখিয়ার ৪৮ জন এবং টেকনাফে ৪৩ জন রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় জন করোনা রোগী সুস্থ হয়েছেন ৩৩১ জন। বর্তমানে ৫০৫ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন।আর জেলায় করোনায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২০ হাজার ২৭০ জন।মৃত্যূবরণ করেছেন ২৯ রোহিঙ্গাসহ ২৩৪ জন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৫ জন। রোহিঙ্গা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৩৫ জন।

আরও খবর