গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ নাফনদী উপকূলে বিজিবির সাথে মাদক কারবারীদের গুলি বিনিময় ঘটনা ঘটেছে।
উক্ত ঘটনায় কেউ হতাহত না হলেও ঘটনাস্থল থেকে বস্তাভর্তি ৩০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে বিজিবি।
বিজিবির দাবী দুই পক্ষের গোলাগুলি চলাকালিন ইয়াবা পাচারে জড়িত অপরাধী কৌশলে নাফনদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানায় বিজিবি।
অভিযানের সত্যতা নিশ্চিত করে শুক্রবার বিকালে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খাঁন(পিএসসি) জানান, ১৩ আগস্ট (শুক্রবার) ভোর রাতের দিকে টেকনাফের সাবরাং ইউপি আচারবনিয়া নাফনদী উপকুলে এ ঘটনাটি সংঘটিত হয়।
তিনি বলেন, মিয়ানমার থেকে পাচার হয়ে আসা বড় একটি ইয়াবার চালান সাবরাং আচারবনিয়া এলাকা সংলগ্ন নাফনদী উপকুল দিয়ে প্রবেশ করবে।
গোপন সংবাদের সেই তথ্য অনুযায়ী, বিজিবির অভিযানিক দল উক্ত এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর ২/৩ জন পাচারকারী নাফনদী হয়ে উপকুলে প্রবেশ করার সময় বিজিবি চ্যালেন্জ করে সামনের দিকে এগিয়ে গেলে কারবারীরা বিজিবিকে লক্ষ্যে করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
গোলাগুলি চলাকালিন সময়ে গুলিবিদ্ধ অবস্থায় ২/৩ জন মাদক কারবারী নাফনদীতে লাফ দিয়ে পালিয়ে গেছে এবং ঘটনাস্থল তল্লাশী করে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-