চট্টগ্রাম •
চট্টগ্রামে ২৫ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে র্যাপিড একশান ব্যাটেলিয়ান (র্যাব-৭)।
তারা হলেন- মো. ইকবাল হোসেন (৪৬), রিনা আক্তার (২৫), মো. লিটন আহমেদ (৪০), মোছাম্মৎ শামসুন নাহার (৩৫), মো. কামাল হোসেন (৩৭) ও মো. রিপন আহমেদ (২৮)।
বুধবার (১১ আগস্ট) সকাল পৌনে ১০টায় কোতেয়ালী ও চকবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল পৌনে ১০টায় কোতোয়ালী থানার রেলস্টশন এলাকা থেকে অভিযান চালিয়ে মো. ইকবাল হোসনসহ চার জনকে আটক করা হয়।
তাদের দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে চকবাজার কালাম কলোনি এলাকা থেকে দুই জনকে আটক করা হয়। পরে ইকবালের বাসায় অভিযান চালিয়ে তার আলমারি থেকে ২৫ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭৮ লাখ টাকা। আটককৃতদের চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-