অপহরণের প্রায় দেড় মাস পর...

টেকনাফে গহীন পাহাড়ি এলাকায় যুবকের গলিত লাশ উদ্ধার!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •

টেকনাফের হোয়াইক্যং পাহাড়ী ঢাল সড়ক এলাকা থেকে প্রায় দেড় মাস আগে অপহরণ হওয়া সিএনজি চালক মাহমুদুল করিমের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

১২ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে বনকর্মীদের সহযোগীতায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপি গহীন পাহাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করছে পুলিশ।

সে বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী গ্রামের বাসিন্দা মৃত সালেহ আহমেদ’র পুত্র।

এর আগে গত ৩০ জুন হোয়াইক্যং গহীন পাহাড়ী এলাকা ঢালা নামক সড়ক থেকে সিএনজি চালককে অপহরণের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছিল তার পরিবার।

গলিত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা ওসি (তদন্ত) মো. আবদুল আলীম জানান, পাহাড়ি এলাকা থেকে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

নিহতের পরিবার বলছে, অপহৃত মাহমুদুল করিমকে ছেড়ে দিতে পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে আসছিল শীর্ষ রোহিঙ্গা ডাকাতরা। তারা ডাকাত আবদুল হাকিমের লোকজন বলে ধারণা করা হচ্ছে। মুক্তিপন না পেয়ে তাকে মেরে ফেলে। এর আগে তাকে উদ্ধার করতে বিভিন্ন আইনশৃঙ্খলাবাহিনীর কাছে আকুতি জানানো হয়।

কিন্তু শত চেষ্টা করেো তাকে জীবত উদ্ধার করা সম্ভব হয়নি। অবেশেষে আজ তার লাশ পাহাড়ে পাওয়া গেছে।

জানতে চাইলে টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ জানান, পাহাড় থেকে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশের দেহটি প্রায় অর্ধগলিত।

এর আগে গত ৩০ জুন সিএনজি চালক অপহরণের ঘটনায় একটি মামলা দায়ের করেছি। ভুক্তভোগী পরিবার।

সেসময় উক্ত ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে জড়িত ৬ রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করা হয়েছিল। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান এখনো অব্যাহত আছে এবং থাকবে।।

আরও খবর