টেকনাফ প্রতিনিধি •
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফ পৌর শাখা।
বৃহস্পতিবার সকালে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী-এর মাধ্যমে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনের নেতাকর্মীরা।
স্মারকলিপি প্রদান শেষে টেকনাফ পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীন সাংবাদিকদের বলেন, “১৫ আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের মধ্যে কারও কারও বিচার দেশের মাটিতে কার্যকর করা হয়েছে। কিন্তু এখনও খুনিদের কয়েকজন দেশের বাইরে পলাতক আছে। তাদেরকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে। ”
এসময় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম বাবলুসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-