কুতুবদিয়া প্রতিনিধি •
কুতুবদিয়ায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে আজম সড়কের মহাজন রোড থেকে হাতে নাতে স্থানীয়রা আটক করে পুলিশকে সৌপর্দ করে।
থানার ওসি মুহাম্মদ ওমর হায়দার বলেন, বড়ঘোপ মধ্যম অমজাখালীর মোক্তার আহমদ‘র পুত্র শফিউল আলম দীর্ঘদিন ধরে এলাকায় থানার পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল।
মঙ্গলবার (১০ আগস্ট) রাতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় তাকে দক্ষিণ ধুরুং আজম সড়কের পাশের এলাকাবাসি ধরে পুলিশকে খবর দিলে টহলরত পুলিশ তাকে আটক
করে থানায় নিয়ে আসে। দক্ষিণ ধুরুং নয়া পাড়ার সাইফুল সহ বেশ কয়েকজনের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছে থানায়। বুধবার
তাকে আদালতে চালান দেয়ার কথা জানান ওসি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-