জাহেদ হাসান •
কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের রহমতের বিল এলাকায় বনকর্মী ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে অবৈধ বালিবাহী একটি মিনিট্রাক আটক করা হয়েছে।
বুধবার (১১ আগষ্ট)বিকেল সাড়ে ৪ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে থাইংখালী বিট কর্মকর্তা মোঃ রাকিব হোসাইন এর নেতৃত্বে সংশ্লিষ্ট বিটের বনকর্মী ও বিজিবি সদস্যদের নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অবৈধ বালিবাহী একটি মিনিট্রাক আটক করা হয়েছে।এ সংক্রান্তে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-