সেন্টমার্টিনে বড়শীতে ধরা পড়ল ৭০ কেজি ওজনের ভোল মাছ

আতিকুর রহমান মানিক •


সেন্ট মার্টিনে বড়শীতে ধরা পড়েছে ৭০ কেজি ওজনের ভোল মাছে।

বুধবার (১১ আগষ্ট) বিকাল সাড়ে পাঁচটায় সেন্টমার্টিন দ্বীপের ডেইল পাড়া পাথুরে সৈকত সংলগ্ন সমুদ্রে জনৈক আবদুর রশীদের বড়শীতে মাছটি উঠে আসে।

সেন্টমার্টিনের পর্যটন উদ্যোক্তা ও সাংবাদিক আবদুল মালেক জানান, দ্বীপের উত্তর পূর্ব প্রান্তে ডেইল পাড়া পাথুরে সৈকত সংলগ্ন সমুদ্রের অগভীর পানিতে বড়শী পেতেছিলেন আবদুর রশিদ।

এসময় সুতায় টান পড়লে বড়শী গুটিয়ে তীরে টেনে নিয়ে এলে বিশালাকায় ভোল মাছটি উঠে আসে। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় মাছটি কেটে প্রতিকেজি ১ হাজার টাকা করে বিক্রি করা হয়েছে।

ভোল মাছের পেটে এয়ার ব্লাডার (ফদনা) থাকেনা।
একই আকৃতির লাল পোপা মাছ হলে মূল্যবান এয়ার ব্লাডার ( ফদনা ) বিক্রি করেই ৫/৬ লাখ টাকা পাওয়া যেত।

আরও খবর