এবার ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এএসআইয়ের

চট্টগ্রাম •

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এএসআইয়ের
চট্টগ্রামের পাঁচলাইশের ২ নম্বর গেট এলাকায় ট্রাকের ধাক্কায় পুলিশের এক উপ-সহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। তার নাম মো. মাসুদুর রহমান (৫০)।

তিনি নওগাঁ জেলার মহাদেবপুর থানার কুনডনা ফতেয়াপুর মাদ্রাসা এলাকার আজম আলীর ছেলে।

বুধবার (১১ আগস্ট) দুপুর ১ টায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক নুরুল আলম আশেক।

তিনি বলেন, দুপুর ১টার দিকে ২ নম্বর গেট এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এএসআই মাসুদুর রহমান গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও খবর