মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র কারিগর গ্রেপ্তার: ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার!

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী •

কক্সবাজারের মহেশখালীতে মাহমুদুল করিম প্রকাশ মাহাদু (৩৬)নামে পুলিশ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫টি  আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

অস্ত্রের মধ্যে রয়েছে-১ টি একনলা বন্দুক, ১ টি দুনলা বন্দুক , ২ টি ওয়ান শুটারগান, ১ টি এলজি।

এর সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ওসি বলেন, মহেশালী উপজেলার হোয়ানক ইউপির জামাল পাড়া নামক স্থানে একটি বাসায় আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে ১১ আগস্ট রাত দেড়টায়  থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৫টি অস্ত্রসহ মাহমুদুল করিম প্রকাশ মাহাদু (৩৬) কে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামী থানার এজাহারনামীয় আসামি। তিনি উপকূলের জলদস্যূ সহ  বিভিন্ন এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিলেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও খবর