নিজস্ব প্রতিবেদক •
টেকনাফের হ্নীলায় র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারী পিতা-পুত্রসহ ৪জনকে আটক করেছে।
র্যাব সূত্র জানায়,গত ১০ আগষ্ট বিকাল সাড়ে ৬টার দিকে ১৫ এর একটি আভিযানিক দল মাদকের চালান বহনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধাওয়া করে ফুলের ডেইল জাদি পাড়ার মৃত ইসলাম মিয়ার পুত্র ছৈয়দ আকবর (৪০), পশ্চিম সিকদার পাড়ার মৃত আব্দুল জাব্বারের পুত্র জাফর আলম (৪৩), নাটমোরা পাড়ার মৃত কাদের হোছনের পুত্র সাইফুল ইসলাম (২২) এবং পশ্চিম সিকদার পাড়ার জাফর আলমের পুত্র চিহ্নিত মাদক কারবারী পারভেজ (১৯) কে একটি পলিথিন ব্যাগসহ আটক করে।
পরে স্বাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশী করে ৯হাজার ৯শ ৫০পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত আসামীদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-