নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়া বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প থেকে মনসুর আলী নামে এক রোহিঙ্গাকে ৮০ হাজার ইয়াবাসহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বালুখালীর ক্যাম্প-৮/ইস্ট থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে ইয়াবাসহ আটক করা হয়। মনসুর আলী বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৯ এর সি-ব্লকের বাসিন্দা মোহাম্মদ জাফরের ছেলে।
জানা যায়, বালুখালীর ক্যাম্প-৮/ইস্টের একটি বসতঘরে ইয়াবা মজুত করা হচ্ছে এমন খবরে এনএসআই কক্সবাজারের সদস্যরা তল্লাশি চালায়। এতে মনসুর আলীর বসতঘরে ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়। পরে তাকে আটক করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান বলেন, ইয়াবাসহ আটকের পর আমাদের কাছে তাকে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
###
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-