মরিচ্যা চেকপোস্টে ৫০ হাজার ইয়াবা উদ্ধার: আটক ২

নিজস্ব প্রতিবেদক •


কক্সবাজারের সীমান্ত দিয়ে এখন স্রোতের মতো পাচার হচ্ছে ইয়াবার চালান। ধরাও পড়ছে প্রতিদিন হাজার হাজার ইয়াবা। তারই ধারাবাহিকতায় মরিচ্যা চেকপোস্টে মাত্র এক ঘণ্টার ব্যবধানে ধরা পড়ে ৫০ হাজার ইয়াবার চালান।

১০ আগষ্ট (মঙ্গলবার) এসব ইয়াবার চালান ধরা পড়ে।

বিজিবি-৩০ ব্যটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম ফারুক জানিয়েছেন, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে আজ সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারমুখী একটি ব্যাটারিচালিত ইজিবাইকে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবার একটি চালান উদ্ধার করা হয়। ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে বিজিবি সদস্যরা ইজিবাইকসহ চালক মফিজ উদ্দিনকে আটক করে। আটক চালক মফিজ উদ্দিন উখিয়ার মরিচ্যা পালং গ্রামের জাফর আলমের পুত্র।

ওদিকে মাত্র এক ঘণ্টা পর একই চেকপোস্টে অপর একটি ইজিবাইকের যাত্রীকে ৩০ হাজার ইয়াবা নিয়ে বিজিবি সদস্যরা আটক করে। আটক পাচারকারী নুরু সালাম (৩২) উখিয়ার বালুখালী শিবিরের রোহিঙ্গা।

আটক মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

আরও খবর