গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ সীমান্ত প্রহরী ২ বিজিবি সদস্যদের পৃথক অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার এবং হাসিনা বেগম (২৯) নামে এক রোহিঙ্গা নারী মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।
আটক নারী হচ্ছে,টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের ১৫০ নং শিবিরে বসবাসকারী মো.ইউছুফের স্ত্রী।
অভিযান গুলোর সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবিঅধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.ফয়সল হাসান খান বিকালের দিকে জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী ১০ আগস্ট (মঙ্গলবার) ভোর রাতে হোয়াইক্যং ইউনিয়নের অন্তর্গত খারাংখালী বিওপিতে দায়িত্বরত বিজিবি সৈনিকরা নাফনদী সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদক কারবারীদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বস্তা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
বিজিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে ইয়াবা পাচারে জড়িত অপরাধীরা কৌশলে পালিয়ে যাওয়ার কারণে উক্ত অভিযানে কোন মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি।
তিনি আরো জানান, একই দিন টেকনাফের দমদমিয়া বিজিবি চেকপোষ্টে যাত্রীবাহি একটি সিএনজিতে তল্লাশি অভিযান পরিচালনা করার সময় এক রোহিঙ্গা নারীর আচরন সন্দেহজনক হলে নারী বিজিবি সদস্যরা উক্ত নারীর দেহ তল্লাশি করে বোরকার ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং ঐ নারী মাদক পাচারকারী আটক করে বিজিবি।
২টি অভিযানে উদ্ধারকৃত ইয়াবা গুলোর আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা।
উদ্ধার ইয়াবাসহ আটক রোহিঙ্গা নারী মাদক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-