উখিয়ায় জিয়ার কাছে মিললো প্রায় ১০ হাজার ইয়াবা: র‍্যাবের হাতে আটক

কক্সবাজার জার্নাল ডটকম •

কক্সবাজারের উখিয়ায় ৯,৯৫০পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

৯ আগষ্ট (সোমবার) রাত সাড়ে ১০টার দিকে বাংলাদশ টেলিভিশন উখিয়া উপকেন্দ্রের এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়

আটক ব্যক্তি রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া মাতবর পাড়ার মৃত সলিমুল্লাহর ছেলে জিয়াউর রহমান (৩৯)।

র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করে বালুখালী টিভি টাওয়ার এলাকা থেকে তাকে আটক করে। পরবর্তীতে তার হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশি করে ৯হাজার ৯শ ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

আরও খবর