নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ায় ৪ হাজার ২০০ ইয়াবাসহ আরেফা বেগম (৩৬) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ আগস্ট) বিকালে পশ্চিম পালংখালী আন্ধার ঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আরেফা ওই এলাকার মনির আহামেদের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ।
তিনি বলেন, পশ্চিম পালংখালী আন্ধার ঘোনা এলাকার এক বসতঘর থেকে আরেফাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ২০০ ইয়াবা উদ্ধার করা হয়। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-