গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
রোহিঙ্গা অধ্যুষিত এলাকা সীমান্ত উপজেলা টেকনাফে মহামারি করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে অত্র উপজেলার জনগণকে কোভিড(১৯) ভ্যাকসিন টিকা প্রদান করার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে চলতি বছরের গত সাত মাসে এ পর্যন্ত টিকা পেতে নিবন্ধিত হয়েছেন ৪০ হাজার মানুষ টিকা গ্রহণ করেছেন ১৩ হাজার ৮৫০ জন।
অনুসন্ধানে দেখা যায়, গত এক সপ্তাহ ধরে টিকা গ্রহন করতে মানুষের আগ্রহ বেড়েই চলছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিটু চন্দ্র শীল জানান, রোহিঙ্গা অধ্যুষিত টেকনাফে গত সাত মাসে এ পর্যন্ত মোট টিকা নিয়েছে ১৩ হাজার ৮৫০ জন মানুষ। তার মধ্যে গত ৭ আগস্ট (শনিবার) একদিনে ৩ হাজার ৪৩৬ জন মানুষ টিকা গ্রহন করেছে।
তিনি আরো বলেন, প্রবালদ্বীপ সেন্টমার্টিনের জনগনকে চলমান ভাইরাস সংক্রমন থেকে রক্ষা করার জন্য খুব শীঘ্রই দ্বীপবাসীকে কোভিড(১৯) ভেকসিন টিকার আওয়তাই নিয়ে আসতে টিকাদান কর্মসুচি শুরু করা হবে।
টিটু চন্দ্র শীল বলেন, ৭ আগস্ট (শনিবার) অত্র উপজেলার পাচঁটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩ হাজার ৪৩৬ জন মানুষ টিকা নিয়েছেন। একই দিন মানুষ টিকা পেতে নিবন্ধন করেছেন ১০ হাজার মানুষ।
এছাড়া চলতি বছরের গত ৭ ফেব্রুয়ারি থেকে টেকনাফে টিকাদান শুরু হলে,৭ আগস্ট পর্যন্ত (সাত মাসে) ১৩ হাজার ৮৫০ জন টিকা নিয়েছে। এ অঞ্চলে টিকা পেতে নিবন্ধিত হয়েছেন ৪০ হাজার মানুষ।
সিভিল সার্জন অফিসের দেওয়া হিসাব অনুযায়ী, জেলায় ২০২০ সালের প্রহেলা এপ্রিল থেকে ২০২১ সালের ৬ আগস্ট পর্যন্ত ১ লাখ ৭৯ হাজার ১৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্য ১৯ হাজার ২৯৭ জনের জনের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে তার মধ্যে ২ হাজার ৬৫৪ জন শরণার্থী। এখন পর্যন্ত জেলায় ২০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য ২৯ জন রোহিঙ্গা ছিল।
টেকনাফ উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, ‘দেশে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার গ্রাম পর্যায়ে টিকাদান শুরু করছে। রোহিঙ্গা অধ্যুষিত এই অঞ্চলের জন্য এটি খুবিই গুরুত্বপূর্ণ ছিল। তাছাড়া আগের তুলনায় এখানকার মানুষ স্বাচ্ছন্দ্যে টিকা নিচ্ছেন অনেকেই।’
তিনি বলেন, তাই বলে ঢিলেমি দিলে চলবে না। টিকা নেওয়ার পাশাপাশি মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মনে রাখতে হবে, টিকা মৃত্যু কমাবে। করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা একটি অন্যতম পন্থা তবে একমাত্র পন্থা নয়।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-