গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি ব্রীজের নিচ থেকে মোঃ রফিক(২৫) নামে রোহিঙ্গা যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত রফিক হচ্ছে, টেকনাফের হ্নীলা ইউপি নয়াপাড়া ২৬নং রোহিঙ্গা ক্যাম্প ই-৫ এর বাসিন্দা মোহাম্মদ হোছনের পুত্র।
৯ আগস্ট (সোমবার) ভোর রাতের দিকে টেকনাফের হ্নীলা নয়াপাড়া দিয়ে শালবাগান ক্যাম্পগামী একটি ব্রীজের নিচ থেকে মো. রফিক নামে এক রোহিঙ্গা যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এরপর মৃতদেহটির সুরুতহাল রিপোর্ট তৈরি করার জন্য কক্সবাজার সদর হাসপাতার মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
রোহিঙ্গা যুবকের মৃতদেহ উদ্ধার করার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার দায়িত্বরত ইন্সেপেক্টর (তদন্ত) মো.আব্দুল আলীম কক্সবাজার জার্নালকে জানান, ধারণা করা হচ্ছে,এটি পরিকল্পিত হত্যাকান্ড।
নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগটি তদন্ত করে উক্ত ঘটনার সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করতে আইনের আওয়তায় নিয়ে আসার জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয়রা জানায়,হ্নীলা শালবাগান ক্যাম্পে অস্ত্রধারী রোহিঙ্গা ডাকাত তোহা গ্রুপের সদস্যরা রফিককে নৃশংসভাবে হত্যা করে ব্রীজের নিচে ফেলে দিয়ে চলে যায়।
পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় গুলোতে অবস্থানকারী অস্ত্রধারী রোহিঙ্গা ডাকাত গ্রুপের সদস্যরা দীর্ঘদিন ধরে অত্র উপজেলায় মাদক পাচার, অপহরণ, মানুষ হত্যাসহ নানা প্রকার অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-