উখিয়ায় ইয়াবাসহ পালাচ্ছিল যুবক, দৌড়ে ধরলো র‍্যাব!

কক্সবাজার জার্নাল ডটকম •

উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ৭ হাজার ৯ শত ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

আটককৃত যুবক হলেন, উখিয়া রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া মাঝের পাড়া এলাকার আবু সিদ্দিকের পুত্র খাইরুল আলম (২৭)।

রবিবার ( ৮ ই আগস্ট) হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যামে কক্সবাজার র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করলে ইয়াবা ক্রয়-বিক্রয়ের র‌্যাব দেখে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয় এবং পরবর্তীতে তাকে তল্লাশি করে ৭ হাজার ৯ শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করে এবং আসামীর পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়।

তিনি আরো জানান, আটক মাদক কারবারিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।

আরও খবর