নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার জেলায় করোনাক্রান্তের সংক্রমন কিছুটা কমতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় ৫৬১ জনের পরীক্ষায় করোনা ভাইরাসে নতুন করে ১৬৮ জন আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে কক্সবাজার সদর ও পৌরসভার সর্বাধিক ৫০ জন,উখিয়ার ৪৮ জন এবং টেকনাফে ২৮ জন পজিটিভ রয়েছেন।
তবে এ সময়ে করোনায় কারও মৃত্যূ হয়নি। শনিবার আক্রান্ত হয়েছিল ১৭৫ জন।
এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৪৬৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৫৩ জন। আইসোলেশনে রয়েছেন ৫৭১ জন।
আর জেলায় করোনায় এ পর্যন্ত মৃত্যূবরণ করেছেন ২৮ রোহিঙ্গাসহ ২০৭ জন।
রবিবার (৮ আগস্ট) বিকালে জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-