আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৮ আগষ্ট (রবিবার) সকাল সাড়ে আটটার দিকে কুতুপালংয়ের কচুবনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই ব্যক্তি মরিচ্যাপালং এলাকার মৃত চেহের আলীর পুত্র তাজ উদ্দিন (৩৬)। সে হলদিয়া পালং ইউনিয়নের উত্তর শাখা যুবদলের সভাপতির দায়িত্বে আছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উখিয়া থানা পুলিশের এস আই আল আমিন, এএস আই রাজিব, এএসআই শাহজালাল ও এএসআই মামুনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী তাজউদ্দিনকে আটক করে।
এসময় তার কাছ থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-