টেকনাফে র‍্যাবের সাথে মাদক কারবারীদের গোলাগুলি: গুলিবিদ্ধ ১, অস্ত্র উদ্ধার

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


টেকনাফে মাদক কারবারে জড়িত অপরাধীদের সাথে গোলাগুলিতে আবুল কাশেম (২৫) নামে এক কারবারী গুলিবিদ্ধ হয়েছে।

৭ আগস্ট দুপুরে হোয়াইক্যং লম্বাবিল পাহাড়ি এলাকায় এ ঘটনাটি সংঘটিত হয়।

র‌্যাব জানায়, গুলিবিদ্ধ মাদক কারবারি হোয়াইক্যং লম্বাবিল মাঝের পাড়া এলাকার মৃত মো. হোসেন’র পুত্র।
ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি দেশিয় তৈরী এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানায় র‍্যাব।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ আওতাদ্বীন টেকনাফে হোয়াইক্যং ক্যাম্পে কর্মরত ইনচার্জ মেজর মো. আরেফিন জানান, ৭ আগস্ট (শনিবার) দুপুরে মাদক কারবারে জড়িত সদস্যদের কাছে থেকে ক্রেতা সেঁজে র‌্যাবের একটি দল ইয়াবা কিনতে সেখানে গেলে, র‌্যাবের উপস্থিত টের পেয়ে মাদক কারবারিরা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

গোলাগুলি চলাকালিন সময়ে মাদক কারবারিরা কৌশলে পাহাড়ের দিকে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যাক্তিকে উদ্ধার করে হোয়াইক্যং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত এমএসএফ মা ও শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ মাদক কারবারীকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। সংঘটিত এ ঘটনায় জড়িত মাদক কারবারীদের বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আরও খবর