কক্সবাজার জার্নাল ডেস্ক:
পরীমণির ইস্যুকে কেন্দ্র করে নারীদের সন্ধ্যার পরে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন সিনিয়র অভিনেত্রী অঞ্জনা সুলতানা। তিনি বলেন ‘আমাদের সবারই সতর্ক থাকা উচিত। এই সময়ে সন্ধ্যার পরে একা মেয়ে ঘর থেকে বের হওয়া বিপজ্জনক। সে ঘরের মধ্যে কি করলো সেটা আমাদের দেখার বিষয় নয়। কিন্তু তার ব্যক্তিগত কোনো অপরাধ বা কর্মকাণ্ড যদি জনসম্মুখে চলে আসে তখনই শিল্পী সমিতির দেখার বিষয়।’
শনিবার (৭ আগস্ট) চিত্রনায়িকা পরীমণির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়। শিল্পী সমিতির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা। সেখানে সাংবাদিকের প্রশ্নের জবাবে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য অঞ্জনা বলেন, ‘সংগঠনের সেক্রেটারি তাকে অনুরোধ করেছে চিঠি দেওয়ার জন্য। কিন্তু সেটা না দিয়ে সে সংবাদ সম্মেলন করেছে। ভুল তথ্য দিয়েছে। ভবিষ্যতে কেউ যেন এমন পদক্ষেপ না নেন সেদিকেও সতর্ক থাকতে হবে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-