কক্সবাজার জার্নাল ডেস্ক:
করোনার উপসর্গ নিয়ে ছেলের মৃত্যুর দুই ঘণ্টা পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা। পরে জানাজা শেষে একই সময়ে মা ও ছেলেকে দাফন করা হয়।
শুক্রবার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে এ ঘটনা ঘটেছে।
মা-ছেলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ওসি।
নিহতদের স্বজন নান্না মল্লিক জানান, তাদের বাড়ির অনেকে করোনা উপসর্গে অসুস্থ। শ্বাসকষ্ট থাকায় কয়েকজন বরিশাল মেডিকেলেও চিকিৎসা নিয়েছেন। মিজান মল্লিককে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে এবং তার মাকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শুক্রবার রাতে দুই ঘণ্টার ব্যবধানে মা-ছেলে মারা যান।
সেরাল গ্রামের মল্লিক বাড়ির দুলাল মল্লিকের ছেলে প্রতিবন্ধী ছেলে মিজান মল্লিক (২৭) শুক্রবার রাত ১২টায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। তার লাশ বাড়িতে নিয়ে যাওয়ার পর রাত ২টায় মারা যান মিজান মল্লিকের মা সুফিয়া বেগম।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-