নিজস্ব প্রতিবেদক •
সারা দেশে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী আজ শনিবার (৭ আগস্ট) সকাল ৯টায় শুরু হয়েছে এ কার্যক্রম। তা চলবে ১২ আগস্ট পর্যন্ত।
শনিবার দুপুরে উখিয়া উপজেলায় করোনার গণটিকাদান কার্যক্রম পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
এদিকে সকালে কক্সবাজারে টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনে জেলা প্রশাসক গণমাধ্যমকে বলেন,উদ্বোধনকালে তিনি বলেন, টিকার কোন সংকট নেই। জেলায় ২২৮টি বুথ রয়েছে। বুথগুলোতে ৪৫ হাজার ৬০০ মানুষকে টিকা দেওয়া হবে।
আগামী ১৪ আগষ্ট থেকে পর্যায়ক্রমে সবাই টিকা পাবে। করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘরেই থাকুন, বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হলে মাস্ক ব্যবহার করুন। সাবান—পানি দিয়ে হাত পরিষ্কার করুন। সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখুন।
হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়ে গণটিকাদান কর্মসূচি পরিদর্শন করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে টিকা নিতে জনপ্রতিনিধি সহ সবাইকে নির্দেশ দেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ, স্বাস্থ্য কর্মকর্তা,জনপ্রতিনিধি সহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-