হলদিয়াপালংয়ে গণটিকাদান কর্মসূচির উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি:
সারা দেশে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী আজ শনিবার (৭ আগস্ট) সকাল ৯টায় শুরু হয়েছে এ কার্যক্রম। তা চলবে ১২ আগস্ট পর্যন্ত।

সারাদেশের ন্যায় উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করেন চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহ আলম।

শনিবার সকালে মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয় অস্থায়ী টিকাকেন্দ্রে ১,২ ও ৩নং ওয়ার্ডের ৬০০মানুষের মাঝে করোনা ভ্যাকসিন প্রদানের প্রতিশ্রুতি নিয়ে সূচনা হয় গণটিকাদান কর্মসূচির।

তাছাড়া আগামী ১০আগস্ট ইউনিয়নের শহিদ এটিএম জাফর আলম উচ্চ বিদ্যালয়ে ৭,৮ ও ৯নং ওয়ার্ডের জনসাধারণের মাঝে এ টিকা প্রদান করা হবে বলে জানান ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহ আলম।

এসময় ইউপি সদস্য এম মনজুর আলম,আলী মিয়া মেম্বার, প্রধান শিক্ষক মনুজ বড়ুয়া, আজিজুর রহমান আজিজ, জসিম আহম্মদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর