মজার খবর ডেস্ক •
লুকিয়ে সাবেক প্রেমিকার ঘরে ঢুকতে গিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছেন এক যুবক। আটকা পড়েছেন জানালার মাঝে! আর এই অদ্ভুত কাণ্ডটি ঘটে ইউক্রেনের খেরসন এলাকায়।
জানা যায়, ওই যুবকের সাবেক প্রেমিকা তার সঙ্গে আর সম্পর্ক করতে চায় না। মেয়েটি তাকে ফিরিয়ে দিয়েছে। তাই তার সঙ্গে লুকিয়ে জানালা দিয়ে দেখা করতে যায় ওই যুবক। আর তখনই জানালার ফাঁকে আটকা পড়েন। সেখানে কয়েক ঘণ্টা আটকে থাকার পর পুলিশ এসে তাকে উদ্ধার করেন।
তবে ঘটনার সময় মেয়েটি বাড়িতেই ছিলেন। সাবেক প্রেমিককে জানালায় আটকে চিৎকার করতে দেখে অবাক হন তিনি। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেন ওই তরুণী। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসকরা জানিয়েছেন, ওই যুবক কোনো ব্যথা পায়নি। তবে সংকীর্ণ জায়গায় আটকে থাকায় দমবন্ধ হয়ে তার মৃত্যুর আশঙ্কা ছিল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-