এসপির বাসায় গুলিবিদ্ধ হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

ডেস্ক রিপোর্ট •

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদারের বাসায় গুলিবিদ্ধ হয়ে মেহেদী হাসান (২২) নামে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর রমনার শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরনির সরকারি বাসায় এ ঘটনা ঘটে।

রমনা থানার ওসি মনিরুল ইসলাম সমকালকে বলেন, এসপির বাসায় নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন মেহেদী হাসান। বিকেল পৌনে ৪টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে কীভাবে ঘটনাটি ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নিজের গুলিতেই তার মৃত্যু হয়।

এসপি মারুফ হোসেন সরদার সমকালকে বলেন, বাসার প্রধান ফটকে সেন্ট্রি হিসেবে দায়িত্ব পালন করছিলেন মেহেদী হাসান। তার সঙ্গে গুলি লোড করা অবস্থায় রাইফেল ছিল। ওই অস্ত্রের একটি গুলি তার থুতনি দিয়ে ঢুকে মাথা দিয়ে বেরিয়ে যায়। বাকি গুলিগুলো অস্ত্রের মধ্যেই ছিল। এটি আত্মহত্যা হয়ে থাকতে পারে। আবার দুর্ঘটনাও হতে পারে। তদন্তে বিস্তারিত জানা যাবে।

আরও খবর