আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের উখিয়ায় পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার ৬শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক যুবক উখিয়া গয়ালমারার এলাকার গোরা মিয়া ছেলের মঞ্জুর আলম (৩৭)।
আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানা অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-