আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজার সদরের লিংকরোড এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-১৫)।
আটক দুই রোহিঙ্গা মাদক পাচারকারী হলেন— বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প, ব্লক- এইচ-৪ এর আবুল হাশেমের ছেলে মো. সাদেক (১৯) এবং থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-বি-১ এর নুর বশিরের ছেলে মো. ফয়সাল (১৯)।
শুক্রবার (৬ আগস্ট) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় মাদক কারবারি লিংক রোড এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক ওই স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই দুই মাদক কারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব তাদের আটক করে। পরে তাদের সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এদিকে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।
গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-