রোহিঙ্গা শিবিরে র‍্যাবের অভিযান, ২ লক্ষ ৬৮ হাজার ইয়াবা উদ্ধার: পিতা-পুত্র আটক

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারের উখিয়ায় বসতঘরের মাটির খুঁড়ে ২ লাখ ৬৮ হাজার পিস ইয়াবাসহ দুইজন মায়ানমার নাগরিককে গ্রেফতার করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন-১৫।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১১টায় উপজেলার পালংখালি ইউনিয়নের বালুখালির ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি/৩ থেকে এসব ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটক দুজন হলো- মৃত জাহিদ হোসাইনের ছেলে কলিম উল্লাহ (৪৩) ও তাঁর ছেলে কেফায়েত উল্লাহ (১৯)। তারা দুজনেই পিতা-পুত্র।

র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইয়াবার একটি বিশাল চালান রোহিঙ্গা ক্যাম্পে রয়েছে এমন তথ্যের ভিত্তিতে ‘ই’ ব্লকের দুটি শেডে অভিযান চালানো হয়। এরমধ্যে একটি শেড থেকে কিছুই মিলেনি। তবে অপর শেডের মাঝখানের বাঁশের বেড়া দেয়া মাটির নিচ থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২ লাখ ৬৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

আরও খবর