আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
উখিয়ায় লাইসেন্স বিহীন সার ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিরোধী অভিযান চালিয়েছেন উপজেলা কৃষি বিভাগ।
গত ৪ এবং ৫ আগষ্ট অভিযান চালিয়ে বিপুল পরিমানে লাইসেন্স বিহীন সার ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয় এবং তিনটি প্রতিষ্টানকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দিনের সার্বিক সহযোগিতায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার। আর এ কাজে সহযোগিতা করছেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সোহেল রানা ও উপসহকারী কৃষি কর্মকর্তা নিউটন চৌধুরী।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, প্রতি মৌসুমে কিছু সার ও কীটনাশক ব্যবসায়ী মেয়াদ উত্তীর্ণ ও লাইসেন্স বিহীন সার ও ভেজাল কীটনাশক বিক্রি করে থাকে। এতে করে গ্রামের সহজ সরল কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন। কৃষকদের স্বার্থ রক্ষার্থে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়। এতে করে কিছু অসাধু ব্যবসায়ীকে পড়তে হয় বিপাকে।
এদিকে কৃষি বিভাগের পক্ষ থেকে অভিযানের পূর্বেই উপজেলার ৫টি ইউনিয়নের খুচরা সার ও কীটনাশক বিক্রেতাদের মেয়াদউত্তীর্ণ ও ভেজাল কীটনাশকের বিষয়ে সতর্ক করা হয়। কিন্তু ব্যবসায়ীরা তা মানেন না। তারা এসব বিক্রি করেই চলেছেন। আর কৃষি বিভাগও বসে নেই। প্রতিদিনই অভিযান চালিয়ে উদ্ধার করা হচ্ছে এসব ভেজাল কীটনাশক। পরে এসব কীটনাশক প্রকাশ্যে ধ্বংসও করা হচ্ছে।
এসব বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার বলেন, কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত ও প্রতারণার শিকার না হয় এ কারণে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, অভিযোগ চালাতে গিয়ে তদবির এবং বাধার সম্মুখীন হতে হয়। তবে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-