টেকনাফে রামদাসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের টেকনাফে ৪ ফুট ৯ ইঞ্চি লম্বা একটি রামদা সহ সাইফুল ইসলাম(২১) নামের এক রোহিঙ্গা সন্ত্রাসী আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন ) সদস্যরা।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৫ টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে এসব উদ্ধার করা হয়।

ধৃত সন্ত্রাসী একই ক্যাম্পের ব্লক ডি এর ৭৩২/৭ নম্বর শেডের মো. ইলিয়াছের ছেলে। সে সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের একজন সক্রিয় সদস্য।

এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আসামীর শেডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধৃত সাইফুল ক্যাম্প এলাকায় আইন-শৃংখলা পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ।

এপিবিএন ১৬ এর অধিনায়ক মোহাম্মদ তরিকুল ইসলাম তারিক বলেন, ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর