টেকনাফে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক ১৪

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফে পুলিশের উপর মাদক কারবারীদের হামলার ঘটনায় অভিযুক্ত ১৪জকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।

৫ আগস্ট (বৃহস্পতিবার) ভোর রাতের দিকে টেকনাফের ছোট হাবির পাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তবে ছিনিয়ে নিয়ে যাওয়া আসামিকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান কক্সবাজার জার্নালকে জানান, গতকাল ৪ আগস্ট (বুধবার) দুপুরের দিকে মাদক,অস্ত্র মামলাসহ মোট ৬টি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি টেকনাফ ছোট হাবির পাড়ার মো.হাবিবুর রহমান হাবিব প্রকাশ (মগু)কে আটক করে থানায় নিয়ে আসার সময় মাদক কারবারে জড়িত আটক আসামীর সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়ে যায়। উক্ত ঘটনায় পুলিশের তিন উপ-পরিদর্শক আহত হয়েছিল।

এরপর ঘটনাস্থলে অভিযান চালিয়ে উক্ত এলাকার ইউপি সদস্য মৌলভি সৈয়দুল ইসলামকে আটক করা হয়।

তিনি আরো জানান, সংঘটিত এ ঘটনায় আহত এসআই সাইফুল ইসলাম (রাফি) বাদি হয়ে ৫ আগস্ট দিবাগত রাতে ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৪৪ জনকে এজাহারভুক্ত আসামি করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

এরপর থানায় কর্মরত পুলিশ সদস্যরা ঐ এলাকায় সাঁড়াশী অভিযান পরিচালনা করে ১৪ জন আসামিকে আটক করতে সক্ষম হয়।

আটক আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। পাশাপাশি হাবিবসহ বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে এবং থাকবে বলে জানান তিনি।

আরও খবর