কক্সবাজারে ডব্লিউএফপিতে ৮৫ হাজার টাকা বেতনের চাকরি

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে (ডব্লিউএফপি) ‘বিজনেস সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, এসসি৪’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

© প্রতিষ্ঠানের নাম: জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)

• পদের নাম: বিজনেস সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, এসসি৪

• পদসংখ্যা: ০৪ জন

• শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর

• অভিজ্ঞতা: ০৩ বছর

• বেতন: ৮৫,৭৬৬ টাকা

• চাকরির ধরন: চুক্তিভিত্তিক

• প্রার্থীর ধরন: নারী-পুরুষ

• বয়স: নির্ধারিত নয়

• কর্মস্থল: কক্সবাজার

• আবেদনের নিয়ম:

আগ্রহীরা career5.successfactors.eu এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

• আবেদনের শেষ সময়: ১৬ আগস্ট ২০২১

আরও খবর