আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
উখিয়ায় ৪ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিব)’র সদস্যরা।
বৃহস্পতিবার রাত ১ টায় উপজেলার রত্নাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের করইবনিয়া থেকে এসব উদ্ধার করা হয়।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) চৌকষ আভিযানিক দল উখিয়ার ২নং রত্নাপালং ইউনিয়নের করইবনিয়ায় ইয়াবা ব্যবসায়ীদের পাচারকৃত বিপুল পরিমান ইয়াবা রাখার গোপন স্থানে হানা দিয়ে ব্যাপক তল্লাশী করে পাহাড়ে লুকিয়ে রাখা বস্তাভর্তি ৪১ কার্ট ইয়াবা উদ্ধার করে। যার মধ্যে ৪ লাখ ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য বারো কোটি ত্রিশ লক্ষ টাকা।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা নিয়ে ফেরত আসার সময় চোরাকারবারীরা দলবলসহ দেশীয় অস্ত্র, লোহার রড এবং রামদা নিয়ে টহলদলের উপর আকষ্মিকভাবে আক্রমন করার চেষ্টা করলে বিজিবি টহলদল কৌশলগত অবস্থান গ্রহণ করে তাদের জান-মাল রক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে ০৪ (চার) রাউন্ড ফায়ার করলে চোরাকারবারীরা দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-