নিজস্ব প্রতিবেদক •
সাগরে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারকালে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডারগার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা গুলি ছুড়েছেন। এতে ট্রলার উদ্ধার না করে উদ্ধারকারীরা ভয়ে ফিরে আসেন। বুধবার সকালে মিয়ানমার সীমান্ত ঘেষা নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার টেকনাফ থেকে সেন্টমার্টিনে ফেরার পথে ৩৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে যাত্রীদের উদ্ধার করে অন্য একটি ট্রলারে নিয়ে এলেও মালামালসহ বিকল ট্রলারটি ডুবে যায়।
সেন্টমার্টিন বোট মালিক সমিটির সভাপতি মোহাম্মদ রশিদ বলেন, ‘বুধবার সকালে সেন্টমার্টিন থেকে মিয়ানমার সীমান্তের কাছাকাছি এফভি নোমান ও এফভি ভাই ভাই নামে দুটি ট্রলার ১৫ জনকে নিয়ে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে চেষ্টা চালায়। এ সময় মিয়ানমারের বিজিপির সদস্যরা উদ্ধারকারীদের লক্ষ্যে গুলি চালায়। এতে ভয়ে উদ্ধারকারীরা পালিয়ে আসেন। ফলে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।’
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘সবার তৎপরতায় সাগরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করা হলেও মালামালসহ ট্রলারটি ডুবে গেছে। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের গেলে মিয়ানমারের বিজিপি গুলি চালায়। এতে ট্রলার উদ্ধার অভিযান ব্যর্থ হয়।’
এ প্রসঙ্গে কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কর্মকর্তা লে. কমান্ডার মীর ইমরান-উর রশিদ জানান, ‘গুলি চালানোর খবরটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে সাগরে ডুবে যাওয়া ট্রলার উদ্ধারের বিষয়ে কেউ অবহিত করেনি।’
জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী বলেন, সাগরে ডুবে যাওয়া ট্রলার উদ্ধারকালে মিয়ানমারের বিজিপির গুলি চালানোর বিষয়টি স্থানীয় লোকজন অবহিত করেছে। ঘটনাটি সত্য কি-না খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-