টেকনাফে মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর মিললো ইয়াবা

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া চেকপোস্ট এলাকায় মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১০ হাজার ৬৯৮টি ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বুধবার সকালে হ্নীলা ইউপি দমদমিয়া চেকপোস্টে এলাকা থেকে ইয়াবা ও মোটরসাইকেলটি আটক করা হয়।

তবে হ্নীলা ইউপি ফুলের ডেইল এলাকার শাহ জাহানের ছেলে মোঃ পারভেজ।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, সকালে দমদমিয়া চেকপোস্টে একটি টহলদল নিয়মিত কার্যক্রম পরিচালনা করছিল। টেকনাফ হতে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল দমদমিয়া চেকপোস্টের দিকে আসতে দেখে তা তল্লাশি জন্য থামতে সিগন্যাল দেয়া হয়।

মোটরসাইকেল চালক চেকপোস্ট হতে ২০গজ দূরে সড়কের উপর মোটরসাইকেলটি থামিয়ে দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরে চেকপোস্টের দায়িত্বরত সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করে সীট কভারের নীচে এবং তেলের ট্যাংকের উপর অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় ১০ হাজার ৬৯৮টি ইয়াবা উদ্ধার করে।

এ সময় মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেল ও রেজিস্ট্রেশন কার্ডসহ অন্যান্য নথিপত্র উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ মোটরসাইকেলটি ও পলাতক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর