ডেস্ক রিপোর্ট •
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের একটি মসজিদে রোহিঙ্গাদের গোপন বৈঠক ভণ্ডুল করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এ সময় পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ব্যবহৃত ৭২ জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২১ নম্বর চাকমাকূল রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে অভিযান চালানো হয়।
এপিবিএন ১৬ এর অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২১ নম্বর চাকমাকূল রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে এ অভিযান চালানো হয়।
এ সময় কাউকে আটক করা সম্ভব না হলেও অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ব্যবহৃত ৭২ জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, রোহিঙ্গা ক্যাম্পে য়েকটি গ্রুপ সক্রিয় রয়েছে। এসব গ্রুপের সদস্যরা নানা ইস্যুতে রোহিঙ্গাদের উসকে দিয়ে ক্যাম্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। ওই ঘটনার পর থেকে রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন সদস্যদের টহল জোরদার করার পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-