ডেস্ক রিপোর্ট •
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৌকায় করে বিয়ে বাড়িতে যাওয়ার পথে পদ্মা নদীর তীরে বজ্রপাতে একসঙ্গে ১৬ বরযাত্রীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই উপজেলার চর পাঁকা এলাকায় এ ঘটনা ঘটে।
শিবগঞ্জের ইউএনও মো. সাকিব-আল-রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।
শিবগঞ্জ থানার ওসি মো. ফরিদ হোসেন বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-