বরযাত্রীর নৌকায় বজ্রপাত, ১৬ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট •

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৌকায় করে বিয়ে বাড়িতে যাওয়ার পথে পদ্মা নদীর তীরে বজ্রপাতে একসঙ্গে ১৬ বরযাত্রীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই উপজেলার চর পাঁকা এলাকায় এ ঘটনা ঘটে।

শিবগঞ্জের ইউএনও মো. সাকিব-আল-রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

শিবগঞ্জ থানার ওসি মো. ফরিদ হোসেন বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

আরও খবর