নিজস্ব প্রতিবেদক •
হ্নীলায় র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ জামাল নামে এক মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, ৩ আগষ্ট বিকাল সোয়া ৪টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে হোয়াইক্যং ইউনিয়নের ঊনছিপ্রাং বিজিবি ক্যাম্প সংলগ্ন রাস্তার মাথায় অভিযানে যায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হ্নীল্ াআলী আকবর পাড়ার মকবুল আহমদের পুত্র জামাল উদ্দিন (২০) কে একটি পলিথিন ব্যাগসহ আটক করে।
পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে পলিথিন ব্যাগটি তল্লাশী করে ৯ হাজার ৯শ ৫০পিস ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে বিশেষ চক্রের সাথে জড়িত হয়ে মাদকের চালান সংগ্রহের পর পাচার করে আসছিল বলে স্বীকার করে।
এই ব্যাপারে কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, ইয়াবাসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-