মোঃ রেজাউল করিম, ঈদগাঁও :
কক্সবাজার-রামুর মহাসড়কের রশিদ নগর সীমানা হতে ৩৩ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা। মঙ্গলবার ৩ আগস্ট সকালে এসব রোহিঙ্গাকে আটক করা হয়।
জানা যায়, আটককৃত রোহিঙ্গারা বিভিন্ন কাজের সন্ধানে বের হয়েছিল । লকডাউনের কারণে কাজ বন্ধ থাকায় ক্যাম্পের উদ্দেশ্য রওনা দেয়। তারা গাড়ি পরিবর্তন করে রামুর রশিদ নগর বর্ডার এলাকার পৌঁছালে উপজেলা প্রশাসন রামুর লকডাউন বাস্তবায়ন চেক পোস্ট হতে তাদের আটক করে। আটকের ক্ষেত্রে বিজিবি, পুলিশ, আনসার ও উপজেলা স্কাউট দল সহযোগিতা করেন।
রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানান, আটককৃত রোহিঙ্গাদের ১৮৬০ এর ১৮৮ ধারায় ৩৩ জনকে মোট ১৪৪১৫ টাকা জরিমানা ও ১৮ টি মোবাইল সেট জব্দ করা হয়। বিকাল সাড়ে ৫ টায় তাদেরকে রামু উপজেলা গেট হতে পিকআপ যোগে উখিয়ার শরণার্থী শিবিরে তাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়।
উল্লেখ্য,গত ২৬ জুলাই জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের (চৌকিদার) চেকপোষ্ট ১৩৯ জন রোহিঙ্গা ধরা পড়ে। এরা সবাই ইজিবাইক, রিক্সায় চড়ে এবং পায়ে হেটে চট্টগ্রামের দিকে যাচ্ছিলো।এর আগের দিন ২৫ জুলাই একই চেকপোষ্টে ৭৮ জন এবং ২৪ জুলাই আরও ৩০ জন রোহিঙ্গা ধরা পড়ে। তাদেরকেও শরণার্থী শিবিরে তাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-