ফের বাড়লো লকডাউন

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এবং স্বাস্থ্য অধিদফতরের সুপারিশের পরিপ্রেক্ষিতে বিধি-নিষিধ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন। এ সভায় উপস্থিত রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ অন্যরা।

আরও খবর