দুই টাকায় শিক্ষা’ ফাউন্ডেশনের উদ্যােগে ফ্রি করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন সম্পন্ন

মোঃ জয়নাল আবেদিন,কক্সবাজার জার্নাল •


দেশে করোনার আসার পর থেকে আতংকে থাকতাম। করোনা থেকে বাঁচতে কবে আসবে করোনার টিকা? নিজে পড়া-লেখা জানিনা, কিভাবে করোনার টিকা পাবো? যখন মাইকিং করে করোনার ফ্রি রেজিস্ট্রেশন করা হবে শুনেছি তাই তাড়াহুড়া করে সময় নষ্ট না করে রেজিস্ট্রেশন করার জন্য চলে এসেছি। কথাগুলো এভাবে বলছিলেন করোনার রেজিস্ট্রেশন করতে আসা উখিয়ার ডেইলপাড়ার জাফর আলম।

করোনায় মৃত্যুঝুঁকি কমাতে জনসাধারণকে ভ্যাকসিন নিশ্চিত করার উদ্যোগ সফল করতে ফ্রি ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথ চালু করেছে ‘দুই টাকায় শিক্ষা’ ফাউন্ডেশনের বাস্তবায়নে ও হক ট্যুরস এন্ড ট্রাভেলস এজেন্সির সহযোগিতায়। সোমবার ( ২ই আগস্ট) কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজারের এন. আলম শপিং কমপ্লেক্সের ২য় তলায় হক ট্যুরস এন্ড ট্রাভেলস ও ভালুকিয়া স্টেশনের সাইফুল কম্পিউটার এন্ড স্টেশনারীর দুইটি শাখায় ৫শ জনের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। রেজিস্ট্রেশন সম্পন্ন করা অধিকাংশ বয়স্ক ও ২৫ বছরের উপরে বয়স।

টিকা কার্ড বিতরণের মধ্য দিয়ে ফ্রি করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়। এসময় উপস্থিত ও কার্যক্রমকে সফলভাবে শেষ করতে কাজ করে যান ‘দুই টাকায় শিক্ষা’ ফাউন্ডেশনের সভাপতি খাইরুল আমিন,হক ট্যুরস এন্ড ট্রাভেলস এর চেয়ারম্যান ও ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি আবু ফয়সল মোহাম্মদ শামীম হায়দার, অর্থ সমন্বয়ক রাশেদুল ইসলাম, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, দফতর সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক খান মোহাম্মদ সালমান, নির্বাহী সদস্য হাসানুল বান্না রায়হান ও নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন।

এ-র আগের দিন করোনার ফ্রি রেজিস্ট্রেশন করা হবে বলে উপজেলার বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়। তাছাড়া প্রচারপত্র বিলি ও সামাজিক যোগাযোগ মাধ্যামসহ বিভিন্নভাবে প্রচারনা করা হয়।

ফ্রি রেজিস্ট্রেশন কাজে নিয়োজিত থাকা ব্যাক্তিরা জানান, দেশে তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার হলেও আক্ষরিক অর্থে অনেকেই জানেন না করোনাভাইরাস প্রতিরোধের টিকা (ভ্যাকসিন) নিবন্ধনের প্রক্রিয়া। ফলে শিক্ষিত বা অল্প শিক্ষিতরা টিকাগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। তাই এ উদ্যোগ নেয়া হয়েছে। তারা আরো জানান, দেশের ক্লান্তিকালিনে বয়স্ক তথা নিজ উপজেলার কিছু মানুষের উপকার করতে পেরে ভালো কাজ করার অনুপ্রেরণা আরো বেড়ে গেছে।আগামীতেও মানবতার কাজে পাশে থাকবে বলে জানান অন্তত চার-পাঁচজন।

হক ট্যুরস এন্ড ট্রাভেলস এর চেয়ারম্যান ও ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি আবু ফয়সল মোহাম্মদ শামীম হায়দার বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘দুই টাকায় শিক্ষা’ ফাউন্ডেশন হতদরিদ্র মানুষের কল্যাণে নানাবিধ কর্মসূচী বাস্তবায়নের পাশাপাশি দেশের ক্রান্তিলগ্নে অবহেলিত জনগোষ্ঠীকে সচেতন ও ভ্যাকসিনের আওতাভুক্ত আনতে যে কর্মসূচী গ্রহণ করেছে তাতে আমি ও আমার প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে পেরে গর্ববোধ করছি।করোনা মহামারি থেকে রক্ষা পেতে সচেতনতা, সরকারি বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি ভ্যাকসিন গ্রহণের বিকল্প নাই বলে জানান তিনি।

ফাউন্ডেশনের সভাপতি খাইরুল আমিন বলেন, বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি গণসচেতনতা, মাস্ক পরিধান ও ভ্যাকসিন গ্রহণের বিকল্প নাই। তারই ধারাবাহিকতায় জনসচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন গ্রহনে উদ্বুদ্ধ করতে ফ্রি করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশনের আয়োজন করা হয়। যুবকদের পাশাপাশি বৃদ্ধদের আগ্রহের সাথে রেজিষ্ট্রেশন কার্যক্রমে অংশগ্রহণ দেখে সত্যিই আমি মুগ্ধ। সকল সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসলে গ্রাম পর্যায়ের অবহেলিত জনগোষ্ঠী ভ্যাকসিনের আওতায় আসবে বলে আমি মনে করেন তিনি।

উল্লেখ্য, দুই কোরবানির ঈদে অসহায় মানুষদের নিয়ে কোরবানি দেয়া, অসহায় শিক্ষার্থীদের পড়াশোনাকে এগিয়ে নিতে নানা কার্যক্রম পরিচালনা, উপজেলার বিভিন্ন জায়গায় মানবতার ঝুঁড়ি দেয়া, অসহায় ও দরিদ্রদের সেলাই মেশিন প্রদান, বৃক্ষ রোপন করাসহ নানা সামাজিক কার্যক্রম করে আসছে ‘ দুই টাকায় শিক্ষা’ ফাউন্ডেশন।

আরও খবর